আওয়ামী লীগের তওবার আর কোনো সুযোগ নেই: হাসনাত

নারায়ণগঞ্জ
কথা বলছেন হাসনাত আবদুল্লাহ
এখন জনপদে
রাজনীতি
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের তওবা করার আর কোনো সুযোগ নেই। বুদ্ধিভিত্তিক জ্ঞানপাপীদের দিয়ে বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিনাশেই দেশের প্রসার ঘটবে।’ আজ (শুক্রবার, ১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

এসময় দলের সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগকে ফেরাতে ভারতীয় শক্তি একযোগে মাঠে নেমেছে। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো দল নয়, এটি ভারতের দল। কেয়ামত পর্যন্ত তাদের রাজনীতির আর কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি, ১৪ দল আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের সব দোসরদের বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ অস্থিমজ্জায় সন্ত্রাসী দল।’

আরও পড়ুন:

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জ স্টাইলে দেশ পরিচালনা করা হয়েছে। মাফিয়া সিস্টেমের সঙ্গে এনসিপি খেলবে না। খেলতে হলে খেলার নিয়মই বদলাতে হবে।’

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, ‘নারায়ণগঞ্জে খেলা এখনো বন্ধ হয়নি। আওয়ামী লীগের গডফাদারতন্ত্র সেখানে পুনর্বাসিত হচ্ছে। সন্ত্রাসীদের অভয়ারণ্য নারায়ণগঞ্জ ভেঙে ফেলা হবে।’

পদযাত্রায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেজু