জালিয়াতির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন স্যামসাং প্রধান লি জে-ইয়ং

স্যামসাং প্রধান লি জে-ইয়ং
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট স্যামসাং প্রধান লি জে-ইয়ংকে জালিয়াতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। ২০১৫ সালে প্রায় ৮ বিলিয়ন ডলারের আর্থিক জালিয়াতি ও কোম্পানির নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

মামলাটি দক্ষিণ কোরিয়ার কর্পোরেট জগতে ক্ষমতার অপব্যবহার নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ২০১৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট পার্ক গিয়ুন-হাইয়ের সঙ্গে যোগসাজশের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে প্যারোলে মুক্তি পান তিনি। দীর্ঘ এক দশক আইনি লড়াইয়ে পর অবশেষে মামলা থেকে খালাস দেয়া হলো তাকে। দক্ষিণ কোরিয়ার মোট জিডিপির পাঁচ ভাগের এক অংশ আসে আসে স্যামসাং কোম্পানি থেকে।

এএইচ