আগামী বছর থেকে পাকিস্তানে গাড়ি উৎপাদন করবে বিওয়াইডি

পাকিস্তানে বিওয়াইডির একটি শোরুম
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

আগামী বছর থেকে পাকিস্তানে বৈদ্যুতিক যানবাহন তৈরি করবে চীনের বিওয়াইডি। চীনা ইভি জায়ান্ট বিওয়াইডি ইভি ও প্লাগ-ইন হাইব্রিড যানবাহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০২৬ সালের জুলাই বা আগস্টের মধ্যে পাকিস্তানে অ্যাসেম্বল করা তাদের প্রথম গাড়ি বাজারে আনার পরিকল্পনা প্রকাশ করেছে। গত বুধবার এমনটাই জানিয়েছেন বিওয়াইডির একজন নির্বাহী।

বিশ্বের শীর্ষ ইভি নির্মাতা বিওয়াইডি চীনের বাজারের বাইরে দ্রুত সম্প্রসারণ করছে, যেখানে এটি একটি তীব্র মূল্য যুদ্ধের মধ্যে রয়েছে।

পাকিস্তানের এ কারখানাটি উদীয়মান বাজার থেকে ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলা করবে এবং কোম্পানিকে পাকিস্তান সরকারের দেওয়া প্রণোদনার সুবিধা গ্রহণের সুযোগ করে দেবে।

বিওয়াইডি ও পাকিস্তানি ইউটিলিটি হাব পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান মেগা মোটর কোম্পানির অংশীদারিত্বে করাচীর কাছে এপ্রিল মাস থেকে এই প্ল্যান্টটির নির্মাণ কাজ চলছে।

এএইচ