গুগলকে সাড়ে ৪২ কোটি ডলার জরিমানা করেছে ফেডারেল আদালত

গুগলের ভবন
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

মার্কিন টেক জায়ান্ট গুগলকে সাড়ে ৪২ কোটি ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। একটি ক্লাস অ্যাকশন মামলার রায়ে এ জরিমানা ঘোষণা করে সান ফ্রান্সিসকো আদালতের গঠিত জুরি বোর্ড।

মামলার অভিযোগে বলা হয়, গুগল অ্যাকাউন্টে ট্র্যাকিং ফিচারটি বন্ধ রাখার পরও কয়েক লাখ ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে চলেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন:

আট বছর ধরে ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন করে আসছে গুগল। এসময় ব্যবহারকারীরা তিন হাজার কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করেন।

তবে সব অভিযোগ অস্বীকার করেছে গুগল কর্তৃপক্ষ।

এসএস