টিনএজ টিকটকারদের গ্রেপ্তার করছে মিশরীয় কর্তৃপক্ষ!

প্রতীকী ছবি
বিদেশে এখন , প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

বিগত কয়েকদিনে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারণা, পারিবারিক মূল্যবোধ লঙ্ঘনসহ অর্থপাচারের বিভিন্ন অভিযোগে টিনএজ টিকটকারদের গ্রেপ্তার করছে মিশরীয় কর্তৃপক্ষ। এদের মধ্যে অনেকেরই মিলিয়ন ফলোয়ার আছে।

গ্রেপ্তারের পাশাপাশি এ টিকটকারদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ, সম্পদ জব্দ ও ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন:

ধারণা করা হচ্ছে, এ ধরণের পুলিশি কার্যক্রম মতপ্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণের একটি কৌশল। প্রায় মাসখানেক ধরেই মিশরের জেলে আটক রয়েছেন বেশ কয়েকজন মিশরীয় টিকটকার।

এসএইচ