জুলাইয়ে ভিওথ্রি ভিডিও জেনারেশন মডেল চালু হয়। এটি আগের ভার্সনগুলোর তুলনায় আরও উন্নত রেজল্যুশনের ভিডিও সরবরাহ করে থাকে। ফটোজের ভেতরে থাকা ক্রিয়েট ট্যাব থেকে ‘সাবটল মোশন’ বা ‘আই এম ফিল লাকি’ দুটি মোড নির্বাচন কনা যাবে।
গুগলের মুখপাত্র মাইকেল মারকনি জানান, ভিওথ্রি বর্তমানে ব্যবহারকারীর ভিডিওতে বাস্তব জীবনের মতো ইফেক্ট যুক্ত করতে পারে। মে মাসে ডেভেলপার কনফারেন্সে টেক্সট টু ভিডিও টুল ‘ফ্লো’ এবং এআই পাওয়ারড ভিডিও এডিটরের সঙ্গে প্রথম প্রকাশ্যে আসে ভিওথ্রি। বর্তমানে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য বিনামূল্যে ভিডিও জেনারেশনের সুবিধা পাবেন। যারা পেইড এআই প্রো ও আল্ট্রা সাবস্ক্রিপশন নিয়েছেন তারা আরো বেশি সময় এ ফিচার ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তিবিদদের মতে, সরাসরি ফটোজ ব্যবহারকারীদের বিনামূল্যে ভিওথ্রি ব্যবহারের সুবিধা দেয়ার মাধ্যমে গুগল এআইয়ের পরীক্ষাকে আরো বেশি সহজ করে তুলছে।