দেশের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর নিয়ে এলো ইনফিনিক্স

ইনফিনিক্সের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

দেশের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর নিয়ে এলো গ্লোবাল টেক ব্র্যান্ড ইনফিনিক্স। ‘গেমিং পয়েন্ট: নেক্সট লেভেল’ ট্যাগলাইন নিয়ে ঢাকার উত্তরা সেন্টার পয়েন্টে তাদের এ প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোরটি উদ্বোধন করা হয়েছে।

এ গেমিং ফ্ল্যাগশিপ স্টোরে থাকছে একটি ডেডিকেটেড গেমিং জোন, যেখানে গেমাররা সেন্টার পয়েন্ট খোলা থাকাকালীন এসে সিঙ্গেল বিংবা টিম হয়ে গেম খেলতে পারবেন।

ইনফিনিক্সের হাই এন্ড গেমিং স্মার্টফোনে গেম উপভোগ করার সুযোগ পাবেন গেমাররা। দেশের ক্রমবর্ধমান মোবাইল গেমিং কালচারকে আরও এগিয়ে নিতে তরুণদের জন্য এ কমিউনিটি স্পেস তৈরি করেছে ইনফিনিক্স।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা ছাড়াও শীর্ষস্থানীয় টেক ইউটিবাররা।

ইনফিনিক্সের চলমান প্রতিশ্রুতি তরুণ ও নারীদের ক্ষমতায়ন তারই অংশ হিসেবে তাদের উপস্থিতি। আয়োজনে দর্শকদের জন্য ছিল ইন্টারঅ্যাকটিভ জোন ও তরুণ শিল্পী ক্রিটিকাল মাহমুদ-এর সংগীত পরিবেশনা।

ইনফিনিক্স জানিয়েছে, এ গেমিং ফ্ল্যাগশিপ স্টোর শুধু একটি রিটেইল আউটলেট নয়-এটি একটি কমিউনিটি সেন্ট্রিক প্ল্যাটফর্ম, যেখানে গেমারদের পাশাপাশি নন গেমাররাও ইনফিনিক্স ডিভাইসের পারফরম্যান্স, ডিউরাবিলিটি ও নেক্সট-লেভেল ডিজাইনের হ্যান্ডস-অন অভিজ্ঞতা নিতে পারবেন।

এএইচ