বিশ্ববাজারে ৫ শতাংশ হারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম

ইরানের পতাকা ও তেলকূপ
আন্তর্জাতিক বাণিজ্য
0

ইরান-ইসরাইল উত্তেজনার জেরে গেল বৃহস্পতিবারের তুলনায় গড়ে ৫ শতাংশ হারে বেড়েছে ব্রেন্ট ক্রুড অপরিশোধিত তেলের দাম। আল জাজিরার তথ্য বলছে, শুক্রবার (১৩ জুন) ভোরে তেহরানে হামলার পর অপরিশোধিত তেলের এ দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

এসময় ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ২৯ ডলার পর্যন্ত বেড়ে ৭৫ দশমিক ৬৫ ডলারে পৌঁছায়। বিশ্লেষকরা বলছেন, অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লে খাবারের দাম থেকে পরিবহন ব্যয় সবকিছুর দাম বেড়ে যাবে।

এদিকে, চলমান উত্তেজনার কারণে হরমুজ রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্বব্যাপী তেলের মজুদ বাড়ানোর পরিকল্পনা করছে বিশ্ব জ্বালানি সংস্থা।

বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ সরবরাহ হয় হরমুজ প্রণালি দিয়ে। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস উৎপাদক দেশগুলো জ্বালানি বিশ্ববাজারে রপ্তানি করে এ পথ দিয়েই।

সেজু