এসময় ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ২৯ ডলার পর্যন্ত বেড়ে ৭৫ দশমিক ৬৫ ডলারে পৌঁছায়। বিশ্লেষকরা বলছেন, অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লে খাবারের দাম থেকে পরিবহন ব্যয় সবকিছুর দাম বেড়ে যাবে।
এদিকে, চলমান উত্তেজনার কারণে হরমুজ রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্বব্যাপী তেলের মজুদ বাড়ানোর পরিকল্পনা করছে বিশ্ব জ্বালানি সংস্থা।
বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ সরবরাহ হয় হরমুজ প্রণালি দিয়ে। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস উৎপাদক দেশগুলো জ্বালানি বিশ্ববাজারে রপ্তানি করে এ পথ দিয়েই।