পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। আহত আরাফাতুর সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সাপমারা ঝিরি এলাকার বাসিন্দা খুইল্লা মিয়ার বড় ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে জামছড়ি সীমান্তের নোম্যান্সল্যান্ডে বাঁশ কাটতে যায় আরাফাত। এসময় সীমান্তে পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণ হলে আরাফাতুর রহমান এর বাম পায়ের নিচের অংশ উড়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘স্থল মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে বলে খবর পেয়েছি।’