যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক ইস্যুতে আলোচনা অব্যাহত রাখতে ‘ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স’ স্থগিত করছে কানাডা সরকার। আল জাজিরার তথ্য বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে শুল্ক আলোচনা বাতিলের হুঁশিয়ারি দেয়ার পর এ সিদ্ধান্ত নিল কানাডীয় প্রশাসন।
রোববার মার্ক কার্নি নিশ্চিত করেছেন, শুল্ক ইস্যুতে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার থেকে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর এই কর কার্যকরের কথা ছিল।
এর আগে, শুক্রবার ট্রাম্প মন্তব্য করেন, কানাডার এই ‘ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স’ মার্কিন নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল।