হামাসের সামরিক শাখার দাবি, গত ৭২ ঘণ্টায় তাদের হাতে ২৫ ইসরাইলি সেনার প্রাণ গেছে। আহত হয়েছেন আরও কয়েক ডজন সেনা। এমনকি একই সময়ের মধ্যে ৪০ টির বেশি ইসরাইলি সামরিক গাড়ি ধ্বংস করারও দাবি করা হচ্ছে। তেল আবিবে রকেট হামলাও চালিয়েছে আল কাসেম ব্রিগেডের যোদ্ধারা।
হামাসের হাতে নাস্তানাবুদ হওয়ার খবর সরাসরি স্বীকার না করলেও, গাজায় স্থল অভিযানে হারানো সেনাদের তালিকা ঠিকই প্রকাশ করে যাচ্ছে ইসরাইলি ডিফেন্স ফোর্স, আইডিএফ। সবশেষ দু'জন সেনা নিহতের খবর দিলো ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। এ নিয়ে ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত স্থল অভিযানে গাজায় প্রাণ গেছে ১৩৪ জন ইসরাইলি সেনার।
অন্যদিকে গাজায় বর্বরতার বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর সঙ্গে লড়াই করছে হিজবুল্লাহ। সীমান্তে থাকা ইসরাইলি সামরিক চৌকিতে প্রায় প্রতিদিনই আক্রমণ চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। এতে এখন পর্যন্ত ইসরাইলের চারজন বেসামরিক নাগরিক এবং সাতজন আইডিএফ সৈন্য প্রাণ হারিয়েছেন।
এদিকে লোহিত সাগরে চলাচল করা ইসরাইলি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের একের পর এক আক্রমণে নৌরুটটি ব্যবহার করা বন্ধ করে দিয়েছে জাহাজ সংস্থাগুলো। যা আন্তর্জাতিক বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে।