সর্বোচ্চ চাপ প্রয়োগের মধ্যেই পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আয়াতুল্লাহ খামেনির কাছে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, ইরানকে মোকাবিলার উপায় দুটি। সামরিক হস্তক্ষেপ অথবা দ্বিপক্ষীয় চুক্তি সই। ইরানের জনগণকে আঘাতের কোনো ইচ্ছা না থাকায় চুক্তিকেই প্রাধান্য দিচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি চুক্তি করতে আগ্রহী। সবাই আমার সাথে একমত নাও হতে পারেন। তবে সামরিক হস্তক্ষেপের চেয়ে এটি অবশ্যই ভালো। আমার আশা তারা আলোচনায় বসবে। আমি চিঠি লিখে তাদের আলোচনায় বসতে আহ্বান জানিয়েছি। কারণ সেনাবাহিনীর ব্যবহার তাদের বিপর্যয় ডেকে আনবে।’
ওভাল অফিসেও এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে চর্চা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, 'কোনোভাবেই ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না।'
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা চূড়ান্ত পর্যায়ে এসেছি। মার্কিনরা তাদের হাতে পরমাণু অস্ত্র দেখতে চায় না। আমরা এটা হতেও দিবো না। ২০২০ সালের পাতানো নির্বাচন না হলে এর এক মাসের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি করা সম্ভব হতো। তখন চুক্তির দ্বারপ্রান্তে ছিলাম আমরা।’
তবে জাতিসংঘের ইরান মিশনের দাবি এখনো কোনো চিঠি পাননি তারা। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দাবি, সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ও হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিয়ে সমঝোতায় যাবে না ইরান।
উত্তপ্ত মধ্যপ্রাচ্যে গাজায় নিয়ে প্রতি মুহূর্তে বাড়ছে উত্তেজনা। উপত্যকা পুনর্গঠনে ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতায় নতুন প্রস্তাব নিয়ে বিশ্ববাসীর সমর্থন লাভের চেষ্টায় মিশর। আরব লীগের পর প্রস্তাবটিতে সমর্থন দিয়েছে ওআইসি। আজ (শনিবার, ৮ মার্চ) জেদ্দায় সংস্থাটির জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী ধাপ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন ও জাপানের সমর্থন লাভের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। কায়রোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বার্লিন।
এদিকে যুদ্ধবিরতির মধ্যেও উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরাইল। শুক্রবার (৭ মার্চ) আইডিএফের হামলায় গাজার মধ্যাঞ্চলে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ২ মার্চ থেকে উপত্যকায় বন্ধ রয়েছে ত্রাণ সরবরাহ। যা শুরু করতে ইসরাইলকে ৪ দিনের আল্টিমেটাম দিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। অন্যথায় লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে চালানো হবে হামলা।
হুতি বিদ্রোহী গোষ্ঠী নেতা আব্দুল মালি আল হুতি বলেন, ‘পুরো বিশ্বকে জানাতে চাই, ইসরাইলকে ৪ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। এর মধ্যে গাজায় ত্রাণ সরবরাহ শুরু করুন। অন্যথায় লোহিত সাগর ও এডেন উপসাগরে আগের কার্যক্রমগুলোর পুনরাবৃত্তি দেখতে পাবেন।’
যুদ্ধবিরতির ৪ মাসে প্রথমবারের মতো শুক্রবার রাতে লেবাননে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এদিন মাত্র ৩০মিনিটের মধ্যে ১৫বার আকাশ হামলা চালিয়েছে আইডিএফ। এর মাঝেই লেবাননের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মিশেল ইসাকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। সাবেক ব্যাংকার ও সফল এই ব্যবসায়ীর কূটনীতিতে অভিজ্ঞতা নেই।