খালের ওপর পানামার সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র

বিদেশে এখন
0

খালের ওপর পানামার সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে খালের নিয়ন্ত্রণ চীনের সংশ্লিষ্টতার বদলে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকার শর্ত জুড়ে দেয়া হয়েছে।

এছাড়া, মধ্য আমেরিকার এই অঞ্চলে মার্কিন সামরিক প্রশিক্ষণ আরো বিস্তৃত করতে পানামার সঙ্গে চুক্তি করেছে ওয়াশিংটন। 

পানামা সফরে গিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব জানান, এই ভূখণ্ড পানামা ও যুক্তরাষ্ট্রকে একসঙ্গে সুরক্ষিত রাখবে। 

এই অঞ্চলের নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। যুক্তরাষ্ট্র জানায়, খাল ও এর আশেপাশের এলাকার অবিচ্ছেদ্য সার্বভৌমত্ব একমাত্র পানামার। 

এই খালকে বিশ্ব বাণিজ্যের হৃদয় হিসেবে বিবেচনা করা হয়। যা আটলান্টিককে যুক্ত করেছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে।

সেজু