আটককৃত ২ চীনা ব্যক্তি তদন্তকারী দলকে সহায়তা করছে: জেলেনস্কি

বিদেশে এখন
0

রাশিয়ার পক্ষে যুদ্ধরত আটককৃত ২ চীনা ব্যক্তি তদন্তকারী দলকে সহায়তা করছে। ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তার দাবি, রাশিয়ার পক্ষে লড়াই করছে দেড় শতাধিক চীনা নাগরিক। সামজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তাদের সেনাবাহিনীতে নিয়োগ দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পুরো প্রক্রিয়া সম্পর্কে অবগত রয়েছে চীন। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের দাবি যাচাই করছে বেইজিং।

গেল মঙ্গলবার দোনেৎস্ক অঞ্চল থেকে দুই চীনা নাগরিককে আটক করে ইউক্রেনীয় সেনাবাহিনী।

সেজু