ছবিটি দেখতে যেমন চোখ ধাঁধানো তেমনি এর ঐতিহাসিক গুরুত্বও কম নয়। গেল মার্চে কলোরাডো স্টেট ক্যাপিটালে রিপাবলিকান নেতাদের অনুদানের আঁকা নিজের পোট্রেট দেখে বেজায় খেপে যান ডোনাল্ড ট্রাম্প। সরিয়ে ফেলা হয় সেই ছবি। আর এই সুযোগে নিকাস সাফ্রোনভের আঁকা দুর্দান্ত এই ছবিটি ট্রাম্পকে উপহার দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গেল বছর জুলাইয়ে পেনসিলভেনিয়ার প্রচারসভায় বন্দুক হামলার কবলে পড়েন ট্রাম্প। কান ছুঁয়ে বের হয়ে যায় আততায়ীর গুলি। সেই অবিস্মরণীয় মুহূর্তকে ক্যানভাসে বন্দি করেছেন সাফ্রোনভ।
ট্রাম্পের এই পোট্রেট হোয়াইট হাউসে পৌঁছায় ক্রেমলিনের সারপ্রাইজ হিসেবে। তবে শুরুতে কিছুই জানতেন না ছবির কারিগর নিকাস সাফ্রোনভ। পরিচিত এক ব্যক্তির অনুরোধে ছবিটি কোনো ধরনের মূল্য বা পারিশ্রমিক ছাড়াই হাতছাড়া করতে রাজি হন তিনি।
পরবর্তীতে স্থানীয় পত্রিকা পড়ে জানতে পারেন, রাশিয়ার কোনো শিল্পীর আঁকা একটি ছবি মার্কিন প্রেসিডেন্টকে উপহার হিসেবে পাঠিয়েছেন পুতিন। এরপর ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ জানান, রুশ প্রেসিডেন্টের উপহার ছুঁয়ে গেছে ট্রাম্পের হৃদয়।
কিন্তু শিল্পী সাফ্রোনভ তখনও জানতেন না, তারই আঁকা ছবি দেখে আনন্দে গদগদ হয়েছেন ট্রাম্প। এই তথ্য জেনেছেন আরও নাটকীয়ভাবে। সাফ্রোনভকে এই সুখবর দেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সাফ্রোনভ বিশ্বাস করেন, তার ছবির কারণে দূরত্ব কমেছে ট্রাম্প-পুতিনের মধ্যে। সৃষ্টি কিছুটা হলেও উষ্ণ হয়েছে সম্পর্ক। এই বন্ধুত্বের কারণেই আবার পৃথিবীতে শান্তি ফিরবে, বন্ধ হবে সংঘাত- এমনটাই প্রত্যাশা তার।