চেনাব নদীর বাঁধ আটকে পাকিস্তানে পানি প্রবেশ বন্ধ করলো ভারত

চেনাব নদী
বিদেশে এখন
0

এবার জম্মু-কাশ্মীরের ভেতর দিয়ে বয়ে চলা চেনাব নদীর বাগলিহার বাঁধ আটকে দিয়ে পাকিস্তানে পানি প্রবেশ বন্ধ করে দিলো ভারত। ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংকট নিয়ে আজ (সোমবার, ৫ মে) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলবেন পাকিস্তানের প্রতিনিধিদল। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। এদিকে, ভারতের সঙ্গে চলমান ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠক করেছে পাকিস্তানের সব রাজনৈতিক দল। সেসময় ভারতকে রুখে দিতে যৌথ সম্মতি জানিয়েছে সব দল। যদিও বৈঠকে ছিল না ইমরান খানের পিটিআইয়ের কোন প্রতিনিধি।

পেহেলগাম হত্যাকাণ্ডের পর সন্ত্রাস দমনের নামে জম্মু-কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে লাগাতার তাণ্ডব চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা। রোববার (৪ মে) রাতে জম্মু-কাশ্মীরের পুঞ্চ গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালায় তারা। সেসময় উদ্ধার করা হয় বেশ কয়েকটি বোমা ও বিস্ফোরক দ্রব্য। এরপরই আগুন লাগিয়ে দেয়া হয় সন্ত্রাসীদের ডেরায়। নয়াদিল্লির অভিযোগ সন্ত্রাসীরা পেহেলগামকাণ্ডের সঙ্গের জড়িত।

এ পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে এক হয়েছে পাকিস্তানের প্রধান সব রাজনৈতিক দল। অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও ভারতকে রুখতে ঐকমত্যে পৌঁছেছে তারা। রোববার পাকিস্তান তেহরিক-ই-ইসনাফ ছাড়া সব প্রধান দলগুলো বৈঠক করে। সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র সেনা কর্মকর্তারাও। সেসময় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সামরিক অভিযানের সবশেষ খবরাখবর নেন।

আরো পড়ুন:

ভারতকে মোকাবিলায় সামরিক প্রস্তুতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের সমর্থন আদায়ের চেষ্টা করছে পাকিস্তান। সেই উদ্দেশে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের চিত্র তুলে ধরবে ইসলামাবাদ। জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় কোনো তথ্যপ্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষারোপ করে যাচ্ছে ভারত এবং এর জের ধরে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল- মূলত এ বিষয়গুলোই প্রাধান্য পায় পাক প্রতিনিধিদের বক্তব্যে।

যেসব সন্ত্রাসীরা পেহেলগামে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তারা কী এখনও ভারতে অবস্থান করছে না কি অন্য কোন দেশে পালিয়েছে? নয়াদিল্লির সন্দেহ, এ ঘটনার সঙ্গে জড়িত ৬ সন্ত্রাসী ইতোমধ্যেই শ্রীলঙ্কায় পালিয়েছে। যদিও এ বিষয়ে সুস্পষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি তারা।

এদিকে, পেহেলগামকাণ্ডে জড়িত ঐ ৬ সন্ত্রাসীকে সহায়তাকারীর দুর্ধর্ষ কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। সেখানে দেখা যা জম্মু-কাশ্মীরের বারমুলা জেলার কুলগ্রামে ইমতিয়াজ নামের ২৩ বছরের যুবক কীভাবে খরস্রোতা নদীতে পাথরের মধ্যেই লাফ দিয়ে ঝড়ের গতিতে পালানো চেষ্টা করে। অবশ্য ভারত পুলিশের হাতে অবশেষে আটক হন তিনি।

ভারত-পাকিস্তান দুদেশের উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতিতে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও বিলওয়াল ভুট্টোর মাইক্রো ব্লগিং সাইট এক্স বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। এর আগে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও আইএসপিআরের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ করে দেয় তারা।

এদিকে, দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির উত্তপ্ত এ পরিস্থিতিতেই ভারত ও পাকিস্তান সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দ্বিপক্ষীয় সম্পর্ক, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে তার।

সেজু