সুনামগঞ্জে দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

সুনামগঞ্জ
গ্রেপ্তার বাস চালক
এখন জনপদে
অপরাধ
0

সুনামগঞ্জে বাসের সঙ্গে সিএনজির দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জাকির আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ঘাতক বাসচালককে গ্রেপ্তারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে র‍্যাব-৯ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় বাস-সিএনজির সংঘর্ষের ঘটনায় প্রধান আসামি বাসচালক সিলেটে অবস্থান করছেন। পরে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‍্যাব রাত ৮টা ৪০ মিনিটের দিকে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে এরই মধ্যে সিলেটের লামাকাজি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে, বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত ও দুইজন গুরুতর আহত হয়।

এসএইচ