নিজ দেশে মানবাধিকার লঙ্ঘন, মুসলিম বিশ্বের নেতৃস্থানে থেকেও অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি হত্যাযজ্ঞ বন্ধে ইসরাইলকে চাপে ফেলা কিংবা ইয়েমেনে যুদ্ধকবলিত মানুষের দুর্ভোগ বন্ধে ব্যর্থতার জন্য কোনো সমালোচনা নয়; যুবরাজ সালমানকে প্রশংসায় ভাসিয়েই এমন মন্তব্য ট্রাম্পের।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সফররত ট্রাম্প প্রভাবশালী ব্যবসায়ীদের একটি সম্মেলনে অংশ নেন মঙ্গলবার।
সেখানে সৌদি আরবকে ব্যবসায়িক অঙ্গনের ক্ষমতাধর কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যুবরাজের প্রশংসা করেন ট্রাম্প।