ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কা লাগার ঘটনায় নিহত ২

ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কা
বিদেশে এখন
0

নিউ ইয়র্কের ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কা লাগার ঘটনায় নিহত হয়েছে অন্তত ২ জন। আহত ১৯ জন। জাহাজটিতে অন্তত ২৭৭ জন নাবিক ছিলেন। মেক্সিকোর নৌবাহিনীর প্রশিক্ষক জাহাজটি আইসল্যান্ডে যাচ্ছিল। এ ঘটনায় কোন নিখোঁজ নেই। পুলিশ বলছে, কারিগরি ত্রুটির কারণে এটি হতে পারে।

নিউ ইয়র্ক শহরের ১৪২ বছরের পুরোনো ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর 'কুয়াহুতেমোক' নামের একটি প্রশিক্ষণ জাহাজ সজোরে ধাক্কা দেয় শনিবার (১৭ মে) রাতে।

জাহাজটি একটি আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে নিউ ইয়র্ক থেকে আইসল্যান্ড যাচ্ছিল। ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর স্টিল কাঠামোর সঙ্গে ধাক্কা খায়। এতে জাহাজটির ১৪৭ ফুট উচ্চতার মাস্তুল ভেঙে পড়ে এবং ব্রিজের কিছু অংশও জাহাজের ওপরে ধসে পড়ে।

জাহাজটিতে ছিলেন ২৭৭ জন আরোহী, যাদের মধ্যে বেশিরভাগই নৌবাহিনীর প্রশিক্ষণার্থী। উদ্ধার তৎপরতায় অংশ নেয় নিউ ইয়র্ক পুলিশ, দমকল বাহিনী ও কোস্টগার্ড।


ব্রুকলিন ব্রিজের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করছে নিউ ইয়র্ক সিটির পরিবহন বিভাগ। ব্রিজের নিচে ক্ষতের চিহ্ন মিলেছে, তবে উপরের অংশ অক্ষত রয়েছে।

মেক্সিকান নৌবাহিনীর দাবি, জাহাজের স্টিয়ারিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক কর্তৃপক্ষ ও মেক্সিকান নৌবাহিনী যৌথ তদন্ত শুরু করেছে।

‘কুয়াহুতেমোক’ জাহাজটি ১৯৮২ সাল থেকে আন্তর্জাতিক সফরে অংশ নিচ্ছে এবং মেক্সিকোর ভাসমান রাষ্ট্রদূত হিসেবে পরিচিত। এবার নিউইয়র্ক সফরেই ঘটে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

নৌ চলাচলের নিরাপত্তা এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ মিশনগুলোর সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেছে এই ঘটনা। ব্রুকলিন ব্রিজে এখনো নজরদারি চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

সেজু