জর্জ ফ্লয়েড হত্যার পাঁচ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রে নানা আয়োজন

জর্জ ফ্লয়েডের স্মরণে আয়োজন
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার পাঁচ বছর পূর্তিতে নানা আয়োজনে স্মরণ করা হয়। পুলিশের নির্যাতনে তার মৃত্যুর পরই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন।

মিনেসোটার মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডের স্মরণে মোমবাতি প্রজ্বলনে অংশ নেয় শত শত মানুষ। ‘রাইজ অ্যান্ড রিমেম্বার’ নামে ফ্লয়েডের জীবনের প্রতি সম্মান জানিয়ে আয়োজন করা হয় ৩ দিনের অনুষ্ঠান।

২০২০ সালের ২৫ মে জাল নোট ব্যবহারের অভিযোগে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে আটক করে পুলিশ। পরে হাঁটু দিয়ে গলা চিপে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে হত্যা করে এক শ্বেতাঙ্গ পুলিশ।

বর্ণবাদ, পুলিশি সহিংসতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে জোরালো আন্দোলন হয় গোটা যুক্তরাষ্ট্রে। ম্যাপিং পুলিশ ভায়োলেন্সের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে পুলিশের হাতে প্রাণ হারিয়েছে ১২শ'র বেশি মানুষ।

এএইচ