হার্ভার্ডের নিষেধাজ্ঞার পর বিদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণ হংকং বিশ্ববিদ্যালয়ের

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছে হংকং বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার পরই এ ঘোষণা দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিদেশি শিক্ষার্থীদের ওপর যুক্তরাষ্ট্রের কড়াকড়িতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা চীনের দিকে ঝুঁকবেন বলে মনে করছেন অনেকে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞার পর থেকেই বিপাকে পড়েছেন সেখানকার ছাত্র-ছাত্রীরা। তবে এবার অনিশ্চয়তার মধ্যে থাকা সেইসব বিদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছে হংকং বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীদের একজন বলেন, ‘হংকং বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানোয় আমি খুবই খুশি। শুধু হংকং বিশ্ববিদ্যালয় নয় বিশ্বের সব বিশ্ববিদ্যালয়ের তাদের পাশে দাঁড়ানো উচিত।’

আরেকজন বলেন, ‘বৈশ্বিক নাগরিক হিসেবে তাদের পাশে দাঁড়ানো উচিত। এই সময়ে তাদের পাশে দাঁড়ানোটা খুব গুরুত্বপূর্ণ।’

যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ওপর ট্রাম্পের এমন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ আন্তর্জাতিক শিক্ষার্থীরা। তাদের অভিযোগ যুক্তরাষ্ট্র বরাবরই বিদেশি শিক্ষার্থীদের প্রতি অনমনীয় আচরণ করে আসছেন।

বিদেশি শিক্ষার্থীদের একজন বলেন, ‘যুক্তরাষ্ট্র বরাবরই বিদেশি শিক্ষার্থীদের প্রতি অনমনীয়। বিভিন্ন সময় তাদেরকে আটক করে হয়রানি করে।’

আরেকজন বলেন, ‘নাম করা বিশ্ববিদ্যালয়গুলো মেধাবী শিক্ষার্থীদের প্রতি আরো যত্নবান হবে বলে আশা করছি। বিভিন্ন অ্যাকাডেমিক ফলাফলে তারা অনেক ভালো করবে।’

যুক্তরাষ্ট্র যখন বিদেশি শিক্ষার্থীদের ওপর কড়াকড়ি আরোপ করছে, তখন এই সুযোগ কাজে লাগিয়ে চীন সহজেই তাদেরকে টানতে পারবে বলে মনে করছেন অনেকে।

শিক্ষার্থীদের আরেকজন বলেন, ‘আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি চীন যথেষ্ট যত্নবান। সম্পূর্ণ স্কলারশিপ দেয়ার পাশাপাশি তাদের জন্য রয়েছে অনেক সুযোগ-সুবিধা। তাই বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের পরিবর্তে চীনের দিকে ঝুঁকবে বলেই মনে করি আমি।’

যুক্তরাষ্ট্রের স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের আর্থিক লেনদেনের নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই বিশ্ববিদ্যালয়ের ২.২ বিলিয়ন ডলারের তহবিল আটকে দেয় ট্রাম্প প্রশাসন। আর গেলো সপ্তাহে বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দেন তিনি। অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে হার্ভার্ডের করা মামলায় তার এ সিদ্ধান্ত স্থগিতের আদেশ দেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।

সেজু