ইসরাইলি বর্বরতা: গাজায় নিহতের সংখ্যা দাঁড়ালো প্রায় ৫৪ হাজার

শিশুকে কোলে নিয়ে দৌড়াচ্ছেন গাজাবাসী
বিদেশে এখন
0

গাজায় ইসরাইলি হামলায় সোমবার (২৬ মে) নিহত হয়েছে ৮১ ফিলিস্তিনি। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়ালো প্রায় ৫৪ হাজার। বিষয়টি নিশ্চিত করেছে আল-জাজিরা।

এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস সম্মত হয়েছে বলে জানায় প্যালেস্টেনিয়ান গ্রুপ।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের দেয়া নতুন ঐ প্রস্তাবটিতে উপত্যকায় ৭০ দিন পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল। এ সময় ১০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস।

বিপরীতে কয়েকশ' ফিলিস্তিনি কারাবন্দিকে ফেরত পাঠাবে তেল আবিব। তবে এই যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের রাজির বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে 'জেরুজালেম ডে' উৎসব পালন করেছে ইসরাইলিরা।

সে সময় তাদের মার্চকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সঙ্গে ডানপন্থি ইহুদীদের হট্টগোল হয়।

সেজু