রুটি খাও, না হয় গুলি খাও: পাকিস্তানকে মোদির হুংকার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান
বিদেশে এখন
1

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে হুংকার দিয়ে বলেন, 'রুটি খাও, না হয় গুলি খাও।' সন্ত্রাসবাদ থেকে মুক্ত হতে পাকিস্তানের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে, ভারতের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে ইরানের সহায়তা চেয়েছে পাকিস্তান। কাশ্মীর ও পানি চুক্তি নিয়ে ভারতকে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

জম্মু-কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান। তবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা একবিন্দু কমেনি। এরমধ্যে আগুনে ঘি ঢেলেছে বেলুচিস্তানে স্কুলবাসে সন্ত্রাসী হামলায় ৮ জনের মৃত্যুর ঘটনা। এটি নিয়েও পাল্টাপাল্টি দোষারোপে ব্যস্ত দুইদেশ।

এবার পাকিস্তানের জনগণের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, রুটি খাও, না হলে ভারতের বুলেট তো আছেই। পাকিস্তানের সন্ত্রাসবাদ নির্মূলে দেশটির তরুণদের এগিয়ে আসার আহ্বানও জানান মোদি।

এদিন পাকিস্তানি জনগণের প্রতি মোদি আরো প্রশ্ন রাখেন, সন্ত্রাসবাদ থেকে তারা কী পেয়েছে? এসময় তিনি বলেন, ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আর পাকিস্তান কোথায় দাঁড়িয়ে আছে। অপারেশন সিন্দুর ভারতীয় মূল্যবোধ ও আবেগের প্রতিফলন বলেও দাবি করেন মোদি।

এদিকে, ইরান সফরে গিয়ে ভারতের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ইরানের সহযোগিতা চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জবাবে আলোচনার মাধ্যমে দুইদেশের মধ্যে বিবদমান সংকট সমাধানে জোর দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

পরে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শেহবাজ শরিফ জানান, কাশ্মীর ইস্যু, পানিবণ্টন চুক্তি, বাণিজ্যসহ দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান।

এছাড়াও, ইরানের সঙ্গে গাজা-ইসরাইল যুদ্ধ, পারস্পরিক সম্পর্ক, ইসলামি ঐক্য ও আঞ্চলিক কূটনীতি নিয়েও আলোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

সেজু