বৈধ অভিবাসন বাড়াতে বিজনেস সেমিনার করেছে বাংলাদেশ-ইতালি

কনফিমেয়া বিজনেস সেমিনার
বিদেশে এখন
0

বাংলাদেশ থেকে বৈধ পথে শ্রমিক আনা এবং বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে ইতালির রোমে অনুষ্ঠিত হয়েছে কনফিমেয়া বিজনেস সেমিনার, যার শিরোনাম ছিল 'ভূমধ্যসাগর থেকে বঙ্গোপসাগর সেতুবন্ধনের সুযোগ'। সেমিনারে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন বক্তারা। এ ছাড়াও, বৈধ অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন তারা। সভায় উপস্থিত ছিলেন ইতালির প্রজাতন্ত্রের সিনেটর মার্কো স্কুরিয়াসহ বিশিষ্ট ব্যক্তিরা।

এসময় ভার্চুয়ালি সেমিনারে যুক্ত হয়ে বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দো। অনলাইনে বক্তব্য দিয়েছেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রাকিবুল হক।

ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ ইতালি। শ্রমিক ঘাটতি মেটাতে বিগত কয়েক বছর ধরেই কাজ করছে দেশটির সরকার। মানবপাচার প্রতিরোধে বৈধ অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন বক্তারা।

কনফিমেয়া ইমপ্রেসের সভাপতি রবার্তো নারদোল্লা জানান, আজকের দিনের লক্ষ্য ছিলো সহযোগিতা এবং সুরক্ষিত কাজের সেতু তৈরি করা। আলোচনায় স্বাস্থ্যসেবার পাশাপাশি ছিলো একটি সম্পূর্ণ ভিন্ন কর্মব্যবস্থা। এসময় তিনি ইতালি নাগরিকদের প্রতিনিধিত্বের আহ্বান জানান।

অভিবাসন বিষয়ক বিশিষ্ট আইনজীবী অ্যাড. জর্জো মরি জানান, দুই দেশের জনগণের মাঝে ভ্রাতৃত্ববোধ সবসময় মনে রেখেছি৷ বৈধ প্রবেশের ব্যবস্থায় এই দেশে কাজের চাহিদা পূরণে তারা অবদান রাখছেন৷ ইতালীয় দূতাবাস ফ্যামিলি ভিসা ও বৈধ অভিবাসনে কাজ করছে।

আয়োজকদের কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের শ্রম বাজার আরো প্রসারিত হবে আশা করছেন প্রবাসী কমিউনিটির সদস্যরা। তাদের দাবি, বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসন ও নিশ্চিত করতে হবে।

ইএ