পাকিস্তানের সঙ্গে সিরিজ জিতে এবার হোয়াইটওয়াশে চোখ বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

মিরপুরে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের সঙ্গে ২-০ তে সিরিজ জিতে এবার হোয়াইটওয়াশে চোখ বাংলাদেশের। ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে ৩-০ তে হারানোর অপেক্ষায় টাইগাররা। ম্যাচ শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবার পর ঘরের মাঠে দারুণ জবাব দিয়েছে টিম বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে দুই ম্যাচেই দাপট দেখিয়েছে টাইগাররা। বিশেষ করে দুই ম্যাচেই বোলারদের ধারাবাহিকতা ছিল অসাধারণ।

প্রথম দুই ম্যাচে বাজেভাবে ব্যর্থ ছিল পাকিস্তানের ব্যাটাররা। মিরপুরের পিচের সাথে মানিয়ে নিত্যে পুরোপুরি ব্যর্থ হয় সালমান আলি আগার দল। প্রথম টি-টোয়েন্টিতে টপ অর্ডারের ৬ ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করতে ব্যর্থ হয়।

অন্যদিকে বাংলাদেশ দল মিরপুরের পিচে অনেকটা স্বাচ্ছন্দ্যে খেলে। দুই ম্যাচেই বোলাররা দাপুটে পারফর্ম করে। তরুণদের নিয়ে গড়া বাংলাদেশ দলে ফিল্ডিং পারফরম্যান্স ছিল অসাধারণ।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রাইসিস ম্যান হয়ে দাঁড়িয়েছেন জাকের আলি। ব্যাটিংয়ে পারভেজ ইমন, তানজিদ তামিমদের নিয়ে গড়া তরুণ তুর্কিরা শেষ ম্যাচেও চাইবে জয়ের ধারা বজায় রাখতে। বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজ ও শরীফুলের কার্যকরী বোলিং সাথে তাসকিন, সাকিব ও রিশাদদের নিয়ে গড়া অ্যাটাক পাকিস্তান ব্যাটারদের পরীক্ষায় ফেলবে নিশ্চিত।

টি-টোয়েন্টিতে দুই দলের ২৩ বারের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের জয় ১৯ ম্যাচে বাংলাদেশের জয় ৪ টিতে এর মাঝে ঘরের মাঠে বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচে।

সিরিজ জিতলে আরেকটি সুখবর অপেক্ষা করবে টাইগারদের জন্য। পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়েও এক ধাপ এগিয়ে ৯ এ উঠবে টাইগাররা।

সেজু