কাতারে শ্রমিকদের ‘বাধ্যতামূলক’ বিশ্রামের নির্দেশ

কাতারে শ্রমিকদের বাধ্যতামূলক বিশ্রামের নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়
বিদেশে এখন
0

কাতারে দিনে গরমের তাপমাত্রা বেড়ে যাওয়ায় অভিবাসী শ্রমিকদের জন্য ১ জুন থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দিনের বেলায় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা জায়গায় কাজ নিষিদ্ধ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। ১ জুন থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন খোলা জায়গায় কাজ করা শ্রমিকদের বাধ্যতামূলক বিশ্রামের নির্দেশ দেয়া হয়েছে।

কাতারে বর্তমানে চার লাখের বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন বিভিন্ন পেশায়। তার মধ্যে বড় একটা অংশ কাজ করেন নির্মাণ খাতে। মধ্যপ্রাচ্যের সব দেশের মতো কাতারেও গরমে তাপমাত্রা ব্যাপকভাবে বাড়ার করণে বিপাকে পড়েছেন খোলা জায়গায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা।

তবে সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। কাতার সরকারকে ধন্যবাদ দিয়ে প্রবাসীরা বলেন, ‘প্রতিবছর গরমে কাজ করতে কষ্ট হয়। বাইরে প্রচণ্ড গরম হাওয়া। আজকে থেকে আমাদের নাইট শিফট চালু হয়েছে। এজন্য কাতার সরকারকে ধন্যবাদ।’

তারা বলেন, ‘কাতারে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছেন বেশিরভাগই নির্মাণ কাজের সঙ্গে জড়িত। কাতার সরকার যে আইন করেছে, সবাই যেন তা মেনে চলে।’

কাতার সরকার প্রতি বছর গরমের দিনে খোলা জায়গায় কাজের উপর নিষেধাজ্ঞা জারি করে। তবে এবার একটু আগেভাগে জারি করা হলো এ নিষেধাজ্ঞা। এসময় কোনো শ্রমিককে বাইরে কাজে পেলে কোম্পানি এবং শ্রমিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও জরিমানা করবে দেশটির প্রশাসন। মোটরবাইক রাইডারদেরও একই নিয়ম মানতে হবে।

ইএ