কলম্বিয়ায় হয়ে গেল ঐতিহ্যবাহী টমাটিনা উৎসব

ঐতিহ্যবাহী টমাটিনা উৎসব
সংস্কৃতি ও বিনোদন
বিদেশে এখন
0

কলম্বিয়ায় হয়ে গেল ঐতিহ্যবাহী টমাটিনা উৎসব। তিন দিনের আয়োজনে একে অপরকে লক্ষ্য করে ছোঁড়া হয় ৪৫ হাজার কেজি টমেটো। উৎসবে শামিল হন ২০ হাজার দর্শনার্থী।

ট্রাকে করে আনা হয়েছে টনকে টন টমেটো। কোন বাজার নয়, উন্মুক্ত স্থানে এই টমটো দিয়েই খেলায় মেতে উঠেছে কলম্বিয়াবাসী।

স্পেনের লা টমাটিনার প্রতিচ্ছবি হিসেবেই প্রতিবছর কলম্বিয়ায় এ উৎসবের আয়োজন করা হয়। গেল কয়েক বছর স্থগিত থাকার পর দেশটিতে এবার হয়ে গেল ১৫তম টমাটিনা উৎসব। রাজধানী বোগোটা থেকে প্রায় ১৭০ কিলোমিটার উত্তরে সুতামার্চন গ্রামে আয়োজন করা হয় মজার এই খেলা।

টমেটোর লাল গালিচায় যেন মিশে গেছে শৈশব। খেলার নিয়ম অনুযায়ী খাওয়ার অনুপযোগী এসব টমেটো যে যতো পারেন ছুঁড়ে মারেন একে অপরের দিকে। অংশগ্রহণকারীরা জানান, কৃষকদের প্রতি শ্রদ্ধা থেকেই আনন্দ ভাগাভাগি করছেন তারা।

দর্শনার্থীদের একজন বলেন, ‘টমাটিনা উৎসবটি এবার কলম্বিয়ায় আমরা উদযাপন করছি। টমেটো চাষে অভিজ্ঞ কৃষকদেরও আমরা আমন্ত্রণ জানিয়েছি।’

আরেকজন বলেন, ‘উৎসবটিতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে অনেকেই উপস্থিত হয়েছে। তবে এটি বিশেষ করে সুতামার্চনের অর্থনীতিকে উৎসাহ দেয়। গ্রামের ৭০ থেকে ৮০ শতাংশ পরিবার টমেটো খেয়ে জীবনযাপন করে এবং এটি তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যম।’

কলম্বিয়ার তিন দিনের টমাটিনা উৎসবে অংশ নেন প্রায় ২০ হাজার দর্শনার্থী। আয়োজনে ব্যবহার করা হয় ৪৫ টন টমেটো।

সেজু