গ্রিসে চলছে ন্যাটোর সামরিক মহড়া ইমিডিয়েট রেসপন্সের শেষ ধাপ

ন্যাটোর সামরিক মহড়া ইমিডিয়েট রেসপন্সের মহড়া
বিদেশে এখন
0

ন্যাটোর সামরিক মহড়া ইমিডিয়েট রেসপন্স টোয়েন্টি ফাইভের শেষ ধাপ চলছে গ্রিসে। দেশটির উত্তর–পূর্বাঞ্চলের এ মহড়ায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সেনা।

ন্যাটো সদস্যভুক্ত অন্যান্য দেশ অংশ নিয়েছে অ্যাপাচি হেলিকপ্টার আর লিওপার্ড টু যুদ্ধযান নিয়ে। গেলো ২৬ মে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী ৯ জুন পর্যন্ত। অংশ নিয়েছে ৮ দেশের ১২ হাজার সেনা।

অংশ নেয়া দেশগুলোর মধ্যে রয়েছে ক্রোয়েশিয়া, গ্রিস, স্লোভাকিয়া, বুলগেরিয়াসহ আরও ৪ দেশ। ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকে ন্যাটো সদস্য দেশগুলো প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে উঠে পড়ে লেগেছে। পাশাপাশি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের হুমকি।

এএইচ