ডেমোক্রেটদের তহবিল দিলে মাস্ককে কঠিন পরিণতি ভোগ করতে হবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক
বিদেশে এখন
0

ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্ক কোনোভাবে ডেমোক্রেটদের তহবিল দিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্ক কোনোভাবে ডেমোক্রেটদের তহবিল দিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই সম্পর্ক স্বাভাবিক করার আর কোনো ইচ্ছা নেই তার। ইলন মাস্ক অসম্মানজনক আচরণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৭ জুন) ট্রাম্প বলেন, ‘ইলন মাস্কের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছি। এই সম্পর্ক স্বাভাবিক করার কোন পরিকল্পনা নেই।’ 

তিনি বলেন, ‘যদি কোনোভাবে মাস্ক ডেমোক্রেটদের তহবিল দিয়ে সহযোগিতা করেন, তাহলে তাকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’ এসময়, প্রেসিডেন্ট কার্যালয়ের প্রতি মাস্ক যথেষ্ট অসম্মান দেখিয়েছেন বলেও জানান ডোনাল্ড ট্রাম্প।

এসএইচ