জাহাজটি আটকের পর সব আরোহীদের ফোন কেড়ে নেয়া হয়। এরপরই বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। জাহাজটিতে জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ জন সদস্য ছিলেন। অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে গাজার দিকে যাচ্ছিল জাহাজটি।
এর আগে, কোনো অবস্থাতেই জাহাজটিকে গাজায় আসতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী। তাদের অভিযোগ, এই জাহাজে করে সহায়তার আড়ালে হামাসকে অস্ত্র সরবরাহ করা হবে।