শঙ্কাকে সত্যি করে এবার গাজায় মানবিক সহায়তাবহনকারী জাহাজ ম্যাডলিনে আগ্রাসন চালালো ইসরাইল। আজ (সোমবার, ৯জুন) স্থানীয় সময় ভোররাত ১টায় দিকে ৪টি স্পিডবোটে করে জাহাজটি দখলে নেয় ইসরাইলি সেনারা। অথচ তখনও জাহাজটির অবস্থান ছিল গাজা উপকূল থেকে ১৬০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক সমুদ্রসীমায়।
ভিডিও ফুটেজে দেখা যায়, ম্যাডলিন দখলের পরই সব আরোহীর মুঠোফোন কেড়ে নিয়ে ফেলে দেয়া হয় সমুদ্রে। এরপরই বিচ্ছিন্ন হয়ে যায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। জাহাজটিতে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ আরোহী ছিল।
এক ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গ জানান, তাদের অপহরণ করা হচ্ছে। যত দ্রুত সম্ভব তাদের মুক্তির জন্য সুইডিশ সরকারকে চাপ দেয়ার আহ্বান জানান তিনি।
সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ বলেন, ‘ইসরাইলি দখলদার সেনারা আমাদের বাধা দিয়ে আন্তর্জাতিক জলসীমা থেকে অপহরণ করেছে। আমি আমার সকল বন্ধু, পরিবার ও কমরেডদের আহ্বান জানাই, আমাদের মুক্তির জন্য সুইডিশ সরকারের ওপর চাপ প্রয়োগ করুন।’
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আরোহীদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এক টুইটবার্তায় দাবি করা হয়, জনপ্রিয়তা অর্জনের জন্য মিডিয়াকে উসকে দিতে গাজায় ত্রাণ নিয়ে যাচ্ছিলো গ্রেটা ও তার দল।
আশদোদ বন্দরে ম্যাডলিনের ১২ আরোহীকে জোরপূর্বক ৭ অক্টোবর হামাসের হামলায় ৪৩ মিনিটের প্রামাণ্য চিত্র দেখানোর নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী।
অবিলম্বে আটককৃতদের মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ, কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। গেলো পহেলা জুন ইতালি থেকে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ ম্যাডলিন।