সে হিসেবে ব্যতিক্রমী এ চাঁদ আবার দেখা যাবে ২০৪৩ সালে। ‘স্ট্রবেরি মুন’ নামটি এসেছে মূলত উত্তর আমেরিকার আলগনকুইন উপজাতিদের কাছ থেকে।
জানা যায়, তারা জুন মাসে স্ট্রবেরি ফসল কাটার সময় এই পূর্ণিমার চাঁদ দেখতো বলে এই নাম দিয়েছিল।
ইউরোপে এটিকে ‘রোজ মুন’ নামেও ডাকা হয়। নামগুলো চাঁদের রঙের উপর ভিত্তি করে নয়, বরং ঋতু ও প্রকৃতির রূপের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে।