ইরান-ইসরাইল উত্তেজনায় কূটনৈতিক উদ্যোগের পক্ষে এরদোয়ান-পুতিন: তুরস্ক

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ভ্লাদিমির পুতিন
বিদেশে এখন
0

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরাইল উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আঙ্কারার প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে আজ (সোমবার, ১৬ জুন) বিষয়টি জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এক টেলিফোনালাপে দুই নেতা মত দিয়েছেন; ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং দ্রুত কূটনীতিকে সুযোগ দিতে হবে। এরদোয়ান আলোচনায় আরো বলেন, ‘সংকট নিরসনের একমাত্র পথ হলো, ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় ফিরে যাওয়া’।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ফোনালাপে পুতিন ও এরদোয়ান ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক হামলাকে ‘বলপ্রয়োগ’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানান।

ক্রেমলিন আরো জানায়, উভয় নেতা ইরান-ইসরাইল সংঘর্ষের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই সংঘাত ইতোমধ্যেই বহু প্রাণহানি ঘটিয়েছে এবং এটি দীর্ঘমেয়াদে গোটা অঞ্চলের জন্য বিপজ্জনক পরিণতি বয়ে আনতে পারে।

দুই নেতা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে উত্তেজনা নিরসনের ওপর জোর দিয়েছেন এবং পারমাণবিক কর্মসূচিসহ সংশ্লিষ্ট ইস্যুগুলোর শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।

এনএইচ