দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪৯৩ জনে। আহত হয়েছেন কমপক্ষে ১ লাখ ২৯ হাজার ৩২০ জন।
চলতি বছরের মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় ৫ হাজার ১৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৭ হাজার ২৭৯ জন।