গাজায় মৃত্যুর মিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় নিহত ৬১

একটি বিমান হামলার পরে গাজা থেকে ধোঁয়া উঠছে
বিদেশে এখন
0

গাজায় ইসরাইলি হামলায় আরও ৬১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব মরদেহ স্থানীয় হাসপাতালগুলোতে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৩৯৭ জন। খবর আল জাজিরার

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪৯৩ জনে। আহত হয়েছেন কমপক্ষে ১ লাখ ২৯ হাজার ৩২০ জন।

চলতি বছরের মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় ৫ হাজার ১৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৭ হাজার ২৭৯ জন।

এনএইচ