ইরানে হামলা করে বড় ভুল করেছে শত্রুরা, শাস্তি পেতেই হবে: খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি
বিদেশে এখন
1

ইরানের ওপর হামলা চালিয়ে ‘বড় ভুল’ করেছে শত্রুরা—এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ইসরাইল ও তার মিত্রদের এই অপরাধের জন্য কঠিন মূল্য দিতে হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আজ (সোমবার, ২৩ জুন) যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-এ প্রথম প্রতিক্রিয়ায় খামেনি বলেন, ‘জায়নবাদী শত্রু ইরানে হামলা করে বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে। এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে।’

পোস্টের সঙ্গে একটি জ্বলন্ত খুলির ছবি যুক্ত করা হয়, যার পটভূমিতে জ্বলন্ত ভবনের উপর স্টার অব ডেভিড চিহ্ন দৃশ্যমান।

খামেনির এই বক্তব্য এমন এক সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে এই হামলা চালানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ আগুনে ‘ঘি ঢালার মতো’ পরিস্থিতি তৈরি করতে পারে।

ইতোমধ্যে ইরান জানিয়েছে, তারা এই হামলার উপযুক্ত জবাব দেবে এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

এনএইচ