এসময় সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও। গেলো ১৩ জুন ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছিল খামেনিকে।
সর্বোচ্চ এই ধর্মীয় নেতাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুদ্ধকালীন ওই ১২ দিনে আগে থেকে ধারণকৃত ভাষণের মাধ্যমে ইরানের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছেন আয়াতুল্লাহ খামেনি। প্রকাশ করা হয়নি ভিডিও ধারণের স্থান ও সময়।