ইরান-ইসরাইল সংঘাতের পর প্রথমবার জনসম্মুখে এলেন খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি
বিদেশে এখন
0

ইরান-ইসরাইল সংঘাতের পর প্রথমবার জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে দাবি করা হচ্ছে, শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের এ সর্বোচ্চ নেতা।

এসময় সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও। গেলো ১৩ জুন ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছিল খামেনিকে। 

সর্বোচ্চ এই ধর্মীয় নেতাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুদ্ধকালীন ওই ১২ দিনে আগে থেকে ধারণকৃত ভাষণের মাধ্যমে ইরানের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছেন আয়াতুল্লাহ খামেনি। প্রকাশ করা হয়নি ভিডিও ধারণের স্থান ও সময়।

এসএইচ