যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ট্রাম্প

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ট্রাম্প ও মেলানিয়া
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

সফল উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেসময় এক ব্রিফিংয়ে হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারির প্রশংসা করেন ট্রাম্প। গত সপ্তাহে অঙ্গরাজ্যটির কার কাউন্টিতে আকস্মিক বন্যায় ৩৬ শিশুসহ ১২০ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তবে গত কয়েকদিনে কোন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান উদ্ধারকর্মীরা। অতিবৃষ্টিতে গত ৪ জুলাই গুয়াদালুপে নদীর পানি বেড়ে গিয়ে বন্যা দেখা দেয় এ অঞ্চলে।

অঙ্গরাজ্যটিতে যা গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বিপর্যয়কর পরিস্থিতি ছিল।

সেজু