সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদান কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ইসরাইলি সরকারের সঙ্গে চলছে কট্টর ডানপন্থীদের বিরোধ। যদিও গাজায় যুদ্ধের কারণে জোট সরকারের সঙ্গেই ছিলো আল্ট্রা অর্থোডক্সরা। তবে এবার জোট সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউনাইটেড তোরাহ জুদাইজম দলের ৬ আইন প্রণেতা।
এর আগে গত মাসে জোট সরকার থেকে পদত্যাগ করেন দলটির চেয়ারম্যান। এতে করে ভাঙনের মুখে নেতানিয়াহু সরকার। ইউটিজে এর সব সদস্য জোট সরকার ত্যাগ করায় ১২০টি পার্লামেন্ট আসনের মধ্যে নেতানিয়াহু সরকারের আসন সংখ্যা নেমে এসেছে ৬১ তে। এমন পরিস্থিতিতে আরেক কট্টর ডানপন্থী দলের জোট সরকার ত্যাগের বিষয়ে জোরালো হচ্ছে গুঞ্জন।
তেল আবিব ইউনিভার্সিটির গবেষক ইয়োশি শাইন বলেন, ‘নেতানিয়াহু ভেবেছিলেন তিনি কট্টর ডানপন্থীদের সুবিধা দিয়ে ক্ষমতায় থাকতে পারবেন। তবে এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। কট্টর ডানপন্থীরা সেনাবাহিনীতে কাজ করছেন না। তারা ধর্ম চর্চা করছেন। পাশাপাশি ভর্তুকিও পাচ্ছেন।’
ইহুদি ধর্ম মূলত জুডাইজম নামে পরিচিত। বিপরীতে জায়নিজম একটি রাজনৈতিক তত্ত্ব। যার ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠা লাভ করেছে ইসরাইল। ধর্মচর্চার জন্য ১৯৪৮ সালে ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে বিরত রাখেন ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী বেন গুরিয়ন। ৭৭ বছর পরেও এই ধারা এখনো অব্যাহত রয়েছে। বর্তমানে ইসরাইলের ১৩ শতাংশ মানুষ হারেদি সম্প্রদায়ের। যাদের ভর্তুকি দিচ্ছে সরকার। এ নিয়ে সাধারণ ইসরাইলের মধ্যে দানা বাঁধছে ক্ষোভ। রয়েছে গৃহযুদ্ধ শুরুর শঙ্কাও।
গবেষক ইয়োশি শাইন বলেন, ‘তারা যদি সেনাবাহিনীতে যোগদান না করেন, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত। এটি সহিংস সংঘর্ষ হতে পারে। আবার রাজনৈতিক দিক থেকে ব্যবস্থাও হতে পারে। তবে এভাবে দীর্ঘদিন চলতে পারে না।’
২০২২ সালের ডিসেম্বরে নির্বাচনে জয় লাভের পর শরীকদের নিয়ে জোট সরকার গঠন করে নেতানিয়াহুর লিকুদ পার্টি। সে সময় ইয়েশিভা বা ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে বিরত রাখার বিষয়ে চুক্তিতে পৌঁছায় লিকুদ পার্টি ও কট্টর ডানপন্থী ইহুদি দলগুলো।
তবে গত বছর ইয়েশিভাদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান নিশ্চিত করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্পর্কের টানাপোড়েন দূর করতে কয়েকদফা চেষ্টা করলেও তার নিজ দলের আইন প্রণেতারা এ সিদ্ধান্তের বিরোধী। কারণ প্রায় সাড়ে ৬শ দিন ধরে চলা গাজা যুদ্ধের কারণে সেনা সংকটে পড়েছে ইসরাইল। এতেই হারেদি ইহুদিদের সঙ্গে ইসরাইলিদের মতবিরোধ তুঙ্গে পৌঁছেছে।