ব্রাজিল প্রেসিডেন্ট লুলা দা সিলভা ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করেন। তার অভিযোগ, ব্রাজিলের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘এ ধরনের বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়।’
এদিকে সাবেক প্রেসিডেন্ট বলসেনারো এখনো বেশকিছু মামলায় বিচারাধীন আছেন। সম্প্রতি তার প্রতি সহমর্মিতা জানিয়ে ব্রাজিলের ওপর ৫০% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প।