ভিয়েতনামে পর্যটকবাহী নৌযান ডুবে নিহত ৩৮

তীব্র ঝড়- বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়ে উল্টে যায় নৌকা
বিদেশে এখন
0

ভিয়েতনামের হালং বে'তে প্রবল ঝড়ে পর্যটকবাহী নৌযান ডুবে নিহত হয়েছে অন্তত ৩৮ জন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ‌১২ জনকে। তিন জন এখনও নিখোঁজ। ৫৩ আরোহী নিয়ে রাজধানী হ্যানয় থেকে এসেছিল নৌযানটি। তবে পর্যটকরা কোনো দেশের সে বিষয়ে এখনও কিছুই জানায়নি ভিয়েতনাম সরকার।

ভিয়েতনামের নীল-সবুজ জলরাশি ও চুনাপাথরের বিখ্যাত হালং বে'তে ওয়ান্ডার সীজ নামে নৌযানটি স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) দুপুর ২ টার দিকে ৫৩ আরোহী নিয়ে ডুবে যায়। যাদের মধ্যে ৪৮ জন পর্যটক ও ৫ জন ছিলেন ক্রু।

রাজধানী হ্যানয় থেকে হালং বে'তে ঘুরতে এসেছিলেন তারা। যাদের মধ্যে ২০ জনই ছিল শিশু। তবে ডুবে যাওয়া পর্যটকরা কোন দেশের নাগরিক সে বিষয়ে এখনও কিছু জানায়নি ভিয়েতনাম সরকার।

নৌযানটি দক্ষিণ চীন সাগর পার হওয়ার পরই তীব্র ঝড়- বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়ে। একপর্যায়ে উল্টে যায় নৌকাটি। এ ঘটনায় কয়েকজনকে জীবিত করা হলেও বেশিরভাগে মৃত্যু হয়। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। যদিও নৌকা ডুবির পর থেকে শনিবার রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করে দেশটির নৌবাহিনী ও সীমান্তরক্ষীরা।

এ ঘটনায় জীবিত উদ্ধারদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধারকৃতরা জ্ঞান ফেরার পর খোঁজ করছেন সঙ্গে থাকা প্রিয়জনের।

স্বজনদের একজন বলেন, ‘আমার স্বামী-সন্তানসহ পুরো পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হোক। কেউ যেন নৌকায় আটকে না থাকে।’

নিহত পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। এ ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানায় ভিয়েতনাম সরকার। শিগগিরই তদন্ত প্রতিবেদনে জানা যাবে দুর্ঘটনার কারণ।

হালং বে ভিয়েতনামের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ মানুষ এখানে ঘুরতে আসে। ২০১৯ সালে হালং বে'তে ৪০ লাখ মানুষ ঘুরতে আসার পর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে নেয় হালং বে।

গেল বছর হালং বে'তে টাইফুন ইয়াগির আঘাতে হালং উপসাগরের উপকূলীয় কোয়াং নিন প্রদেশে ৩০টি জাহাজ ডুবে যায়।

সেজু