বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে: নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান
রাজনীতি
0

আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো কেন এখনই প্রচারণা চালাবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণভোটের বিষয়ে সরকারের পক্ষ থেকেও প্রচারণা চলছে। সরকারিভাবে যদি তা অন্যায় না হয়, তবে অন্যদের ক্ষেত্রেও সেটিকে অন্যায় বলা যায় না।’

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে।’

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দলটির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

তিনি অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনি প্রচারণা চালিয়ে সভা-সমাবেশ করছে এবং আচরণবিধি লঙ্ঘন করছে। তবে এসব বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। বৈঠকে বিএনপির পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।’

এর আগে, নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলে আরও ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকে নির্বাচন পরিস্থিতি, আচরণবিধি প্রতিপালন এবং গণভোটসহ বিভিন্ন নির্বাচনসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ইএ