রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে ওবামাকে গ্রেপ্তারের দাবি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা
বিদেশে এখন
0

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে মিথ্যাচার করেছে ওবামা প্রশাসন।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) হোয়াইট হাউজে এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘এ ষড়যন্ত্রচক্রের প্রধান ছিলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা। এ অপরাধ রাষ্ট্রদ্রোহিতার সামিল। তারা ভোট চুরি করে মার্কিন জনগণকে ধোঁকা দিতে চেয়েছিল।’ 

২০১৬ সালে ট্রাম্পকে বিজয়ী করতে নির্বাচনে রাশিয়া প্রভাব বিস্তার করেছিল বলে জানায় গোয়েন্দা সংস্থা সিআইএ। এর প্রতিক্রিয়ায় রুশ কূটনীতিককে বহিষ্কার করে ওবামা প্রশাসন। 

পরে তদন্ত করে রাশিয়ার সংশ্লিষ্টতার খুব একটা প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তুলসি গ্যাবার্ড দাবি করেন, ওবামা ও তার নিরাপত্তা উপদেষ্টারা তথ্য বিকৃত করে ট্রাম্পের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল।

এসএইচ