সেপ্টেম্বরে সিরিয়ায় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা

নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা
বিদেশে এখন
0

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার এ বছরের সেপ্টেম্বরে সংসদ নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। গত রোববার (২৭ জুলাই) কর্তৃপক্ষ এ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দেশের পূর্ববর্তী আইনসভা ভেঙে দিয়েছিলেন এবং রাষ্ট্র পুনর্গঠনে পাঁচ বছরের অন্তর্বর্তী সরকার পরিচালনার ঘোষণা দিয়েছিলেন।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ২১০ সদস্যের আইনসভায় স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো ১৪০ জন আইনপ্রণেতা নির্বাচন করবে এবং বাকি ৭০ জনকে মনোনীত করবেন প্রেসিডেন্ট আল-শারা। প্রেসিডেন্ট আল-শারার নির্দেশে গত জুনে একটি ১০ সদস্যের নির্বাচনী কমিটি গঠিত হয়, যারা এই নির্বাচন পরিচালনা করবে। কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদ আশা করছেন, ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে নারীদের প্রতিনিধিত্বও নিশ্চিত করা হবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্য অনুযায়ী, নির্বাচনী কমিটি গত শনিবার (২৬ জুলাই) প্রেসিডেন্ট শারাকে নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত পরিকল্পনা জমা দিয়েছে। ডিক্রি স্বাক্ষরের প্রায় তিন সপ্তাহের মধ্যে স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো গঠিত হবে, এরপর প্রার্থীরা তাদের প্ল্যাটফর্ম তৈরির জন্য এক সপ্তাহ সময় পাবেন।

মার্চ মাসে গৃহীত সাংবিধানিক ঘোষণা অনুযায়ী, এই অন্তর্বর্তীকালীন সংসদের কার্যকাল হবে ৩৬ মাস, যা নবায়নযোগ্য। স্থায়ী সংবিধান গৃহীত না হওয়া এবং নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত এই সংসদই আইন প্রণয়নের ক্ষমতা প্রয়োগ করবে। তবে, এ ঘোষণাকে অনেকেই আল-শারার হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করার এবং দেশের জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য প্রতিফলিত করতে ব্যর্থ হওয়ার জন্য সমালোচনা করেছেন। সরকারি বাহিনী ও তাদের মিত্রদের জড়িত থাকার কারণে সৃষ্ট পর্যায়ক্রমিক সহিংসতা, বিশেষ করে সংখ্যালঘু গোষ্ঠীর জন্য, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার কর্তৃপক্ষের ক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।

ইএ