৮.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়ার কামচাটকা উপদ্বীপ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা
বিদেশে এখন
0

রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় আজ (বুধবার, ৩০ জুলাই) সকাল ৮টা ২৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটি বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার বা প্রায় ৮৫ মাইল পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে। তবে এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য মেলেনি।

রিং অফ ফায়ার বলয়ের কারণে রাশিয়ার কামচাটকা অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটিকে দশকের অন্যতম শক্তিশালী বলে মন্তব্য করেছেন কামচাটকা অঞ্চলের গভর্নর। কামচাতস্কার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেন, আজকের ভূমিকম্পটি বেশ গুরুতর ছিল। এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। প্রাথমিক তথ্যে কারও হতাহতের খবর মেলেনি। তবে একটি কিন্ডারগার্টেন স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরইমধ্যে রাশিয়া, জাপান ও হাওয়াইসহ প্রশান্ত মহাসাগরীয় বেশ কয়েকটি দ্বীপে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এ সময় ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে আবহাওয়া সংস্থা থেকে।

জাপানের বেশ কয়েকটি স্থান থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ চলছে। সখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো টেলিগ্রামে বলেন, ভূমিকম্পের পরে সুনামির হুমকির কারণে উপদ্বীপের দক্ষিণে ছোট ছোট শহরের বাসিন্দারে নিরাপদে সরিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ইএ