তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কামালা হ্যারিস। এ সময় তিনি বলেন, ক্যালিফোর্নিয়ার নেতৃত্ব দেয়ার বিষয়ে অনেক চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত এসেছেন। এখানেই তার বাড়ি। তবে এখনই গভর্নর হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে পরিকল্পনা নেই।
বরং ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হচ্ছেন তিনি। মার্কিন জনগণের সেবায় নিজেকে কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করেন কামালা।
শিগগিরই নির্বাচন নিয়ে নিজের সব পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাবেন তিনি। ২০২৪ সালে ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর অনেকটাই আড়ালে চলে গেছেন কামালা হ্যারিস।