বিবিসি জানায়, মিয়ুন জেলায় অবস্থিত ওই বৃদ্ধাশ্রম বা নার্সিংহোমে পানির উচ্চতা বুক সমান হয়ে যাওয়ার পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। ভিডিও ফুটেজে দেখা যায়, জরুরি সেবা কর্মীরা পানিতে হেঁটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। নিহতদের বেশিরভাগই চলাফেরায় অক্ষম ছিলেন বলে জানিয়েছে চীনা গণমাধ্যম।
বিবিসি বলছে, বন্যার সময় বয়স্কদের নার্সিংহোমটিতে প্রায় ৭৭ জন বাসিন্দা ছিলেন। পানির উচ্চতা প্রায় ২ মিটার বা ৬ ফুট হয়ে যাওয়ায় এদের মধ্যে প্রায় ৪০ জন সেখানে আটকে পড়েছিলেন। চীনে বন্যায় প্রাণ যাওয়া ৬০ জনের মধ্যে বেইজিংয়েরই ৪৪ জন। আর ১৬ জনের মৃত্যু হয়েছে হেবেই প্রদেশে।
এদিকে রাজধানী বেইজিং এবং পার্শ্ববর্তী হেবেই প্রদেশে কমপক্ষে ৩১ জন নিখোঁজ রয়েছেন। ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিসংখ্যান তথ্য বলছে, বৃষ্টি ও বন্যায় শুধু বেইজিংয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ লাখের বেশি মানুষ। এছাড়া ২৪ হাজারের বেশি বাড়িঘর, ২৪২টি সেতু এবং ৭৫৬ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।