সেক্ষেত্রে দেশটির ট্রাভেল এজেন্সিগুলোকেও পুরোদমে কাজ করার নির্দেশ তাদের। একইদিন ইরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় খুলে দেয়ার কথা জানায় দেশটির এভিয়েশন বিভাগ।
ইসরাইলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের জেরে গত ১৩ জুন প্রাথমিকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে ইরান। যুদ্ধবিরতির পর ২৬ জুন থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ইরানের আকাশসীমা। তবে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া ইরানের সব বিমানবন্দরে স্বাভাবিক বিমান চলাচল শুরু হয়।