স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে নাইরোবির জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ে চিকিৎসা কর্মীদের বহনকারী একটি ছোট বিমান। দাতব্য সংস্থার বিমানটি সোমালিয়ার উদ্দেশে উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়। এতে বিমানের ৪ আরোহীর সঙ্গে প্রাণ হারান নিচে থাকা দুই বাসিন্দা।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের মিসিসিপি নদীতে একটি বার্জের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। এতে মারা গেছেন অন্তত ২ জন।
এরপরই ইলিনয়ের অ্যালটনের কাছে নদীপথে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। দেশটির জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডের প্রাথমিক তথ্য অনুযায়ী বরাতে জানিয়েছে, বিধ্বস্তের আগে হেলিকপ্টারটি বৈদ্যুতিক তারে আঘাত করে।