ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (শুক্রবার, ৮ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। আলোচনায় ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেন পুতিন।
ফোনালাপে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করে ভারত-রাশিয়ার কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি দেন। মোদি বলেন, ‘তিনি এই বছরের শেষ দিকে পুতিনকে ভারতে আতিথ্য দেয়ার জন্য প্রস্তুত।’
আরও পড়ুন
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে ভারত-রাশিয়ার সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠক করেন। যদিও বৈঠকের বিস্তারিত তথ্য ক্রেমলিন প্রকাশ করেনি, তবে ভারতীয় পক্ষ জানায় নিরাপত্তা ও কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে।
অজিত দোভাল জানান, চলতি বছরের শেষের দিকে পুতিন ভারত সফরে আসবেন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হবে।
তবে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে ভারত-কেন্দ্রিক চাপ বাড়লেও, নয়াদিল্লি অভিযোগ করেছে, রাশিয়া থেকে ব্যাপক পরিমাণ পণ্য আমদানি করলেও ইউরোপীয় ইউনিয়নকে কোনো শাস্তি দেয়া হচ্ছে না। গত বছর রাশিয়া থেকে ভারতের তুলনায় ইইউ বেশি পণ্য আমদানি করেছে। এর মধ্যে রুশ পণ্য আমদানিতে শীর্ষে রয়েছে চীন, যাকে নিয়েও যুক্তরাষ্ট্র উচ্চ শুল্ক বসানোর হুমকি দিয়েছে।
এ পরিস্থিতিতে ভারত-রাশিয়ার ঘনিষ্ঠতা এবং পুতিনের আসন্ন ভারত সফর কৌশলগত দিক থেকে গুরুত্ব বহন করছে।