পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করায় ভারতের তীব্র সমালোচনা খাজা আসিফের

ভারত ও পাকিস্তানের পতাকা
বিদেশে এখন
0

ভারত-পাকিস্তান সংঘাত বন্ধের ৩ মাস পরও দু'দেশের কথার যুদ্ধ থামেনি। এতোদিন পর এসে পাকিস্তানের ৬টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করায় ভারতের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতের বিমান বাহিনী প্রধানের এ দাবিকে মিথ্যা ও অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন তিনি। যার কারণে উভয় দেশের বিমানবহর স্বাধীনভাবে যাচাইয়ের ওপেন চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ৭ মে রাতে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। পাকিস্তান আক্রমণ প্রতিহত করা ছাড়াও, ভারতের দাঁত ভাঙা জবাব দিতে পিছপা হয়নি। উত্তেজনা চরমে পৌঁছালে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘাত বন্ধ করে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি।

হামলা-পাল্টা হামলা বন্ধের ৩ মাস হলেও এখনও নিজেদের বীরত্ব জাহিরে ব্যস্ত ভারত। অপারেশন সিন্দুরে পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এতোদিন দাবি করে আসলেও ৩ মাস পর এসে ভারতের বিমান বাহিনীর প্রধান বলছেন, মে মাসের চারদিনের সংঘাতে পাকিস্তানের সামরিক এয়ারক্রাফটসহ ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। এতে ব্যবহার করা হয়েছিল রাশিয়া থেকে কেনা এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে পাকিস্তানের বিমানগুলো কোন দেশের তৈরি বা কী ধরনের যুদ্ধবিমান তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি ভারতের এয়ার চিফ মার্শাল-এ পি সিং।

ভারতের বিমান বাহিনী প্রধান এ পি সিং বলেন, ‘কমপক্ষে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করার বিষয়টি নিশ্চিত। এরমধ্যে একটি বড় বিমান রয়েছে যা ইলেকট্রনিক ইন্টেলিজেন্স বিমান অথবা এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমান হতে পারে। যা প্রায় ৩০০ কিলোমিটার দূরত্বে ধরা পড়ে।’

এতোদিন পরে এসে ভারতের এমন দাবিকে-মিথা ও অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। অথচ সংঘাতের প্রথম দিনই ৩টি রাফায়েলসহ ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিলে পাকিস্তান।

এ অবস্থায় আসল সত্য নিশ্চিতে উভয় দেশের বিমানবহর স্বাধীনভাবে যাচাইয়ের জন্য ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। রাজনীতিবিদদের কৌশলগত অদূরদর্শিতার কারণে ব্যর্থতা ঢাকতে ভারত নতুন করে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের ব্যবহার করছে বলেও মন্তব্য করেছেন খাজা আসিফ।

এদিকে সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততাকে এখনও অস্বীকার করে যাচ্ছে ভারত। এই তিন মাসে ইউক্রেন ও গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে কথা বলার সময়, ভারত-পাকিস্তানের সংঘাত বন্ধে নিজের কৃতিত্বের উদাহরণ টেনেছেন ট্রাম্প। ভারত-পাকিস্তানের ভয়াবহ সংঘাত যখন ৪ দিনের মাথায় থামিয়ে দিতে পেরেছেন, পর্যায়ক্রমে বাকিগুলোও সম্ভব।

২২ এপ্রিল পহেলগামে হামলার পর্যটকসহ ২৬ বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় কোনো প্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষারোপ করে সংঘাতে জড়িয়েছিল ভারত।

সেজু